বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা নিতে চ্যানেলগুলোকে প্রতিমন্ত্রীর আহ্বান
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সেবা গ্রহণ করার জন্য বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলাকে আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। তথ্য মন্ত্রণালয়ের কর্মকাণ্ড নিয়ে বুধবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ সম্প্রচারের মধ্য দিয়ে কোনো ধরনের সমস্যা ছাড়াই বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। বিটিভিতে সরাসরি তরঙ্গ নিয়ে প্রচার করেছে। বিটিভি থেকে চ্যানেল নাইন এটি দেখাচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, এতোদিন বিটিভি এশিয়া স্যাট থেকে ডাউন লিঙ্ক করে দেখাচ্ছিলাম। আমরা দেখেছি টেন্ডার করতে হয়, প্রসেস অনেক দীর্ঘ হয়। আমরা এখন সরাসরি এই প্রসেসগুলো এড়াতে পারছি। আমাদের ইচ্ছা যতোদিন এশিয়া স্যাটের সঙ্গে চুক্তি থাকবে ততোদিন এশিয়া স্যাট এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট-দুটোই সমানভাবে ব্যবহার করবো। তারানা হালিম বলেন, সরকারি এবং বেসরকারি চ্যানেলগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে তরঙ্গ নিয়ে ব্যবহার করলে দেশের টাকা দেশে থাকবে। সুনাগরিক হিসেবে এটা আমাদের দায়িত্ব।